লরির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৩৯:৫৯ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৫১:০৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে মালবাহী লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে লরি চালককে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ


গ্রেফতার লরি চালকের নাম শামসুল আলম (৪৫) সে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়ি এলাকার বাসিন্দা


বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানিয়েছেন, ঘাগড়ায় লরির ধাক্কায় খাদে পড়ে অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় লরির চালককে গ্রেফতার করা হয়েছে আজ সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয় এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি

পুলিশ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুর্ঘটনায় আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল লরি চালক শামসুল আলম এসময় তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে মঙ্গলবার সকালে লরি চালককে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পরই তাকে গ্রেফতার দেখানো হয়েছে


এর আগে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগানে মালবাহী লরির ধাক্কায় সিএনজি অটোরিকশাসহ লরিটি পাহাড়ি খাদে পড়ে যায় ঘটনায় অটোরিকশার তিন যাত্রী মারা যান, আহত হন দুজন নিহতরা হলেন- নবীন হোসেন (৫০), মো. হানিফ (৪৫) মো. সোহেল (২১)

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions