রাঙামাটি চক্ষু হাসপাতালের ৫০ হাজার টাকা দন্ড

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪২:২৯ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৪৬:৩২

সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি।  ভূয়া চিকিৎসক দিয়ে চোখের চিকিৎসা দেওয়ার দায়ে রাঙামাটি চক্ষু হাসপাতালকে জরিমানা দন্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জরিমানা দন্ড দিয়েছেন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, রাঙামাটি পৌরসভা এলাকায় অবস্থিত রাঙ্গামাটি চক্ষু হাসপাতালে ভূয়া চিকিৎসক দিয়ে চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে; এমন অভিযোগ পেয়ে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসময় ভ্রাম্যমাণ আদালত অনিয়মের সত্যতা পায় এবং জড়িতরা অভিযোগ স্বীকার করে ক্ষমা চায় পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা দন্ড দেয়


 মূলত রাঙামাটি চক্ষু হাসপাতালে কর্মরত অপ্টোমেট্রিস্ট রোগীদের প্রেসক্রিপশন (চিকিৎসাপত্র) দিতেন অভিযানে তারা ঘটনার স্বীকারও করেছে


অভিযানের সময় রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমরুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন


ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, ‘আমরা অভিযোগ পেয়ে অভিযানে যাই এবং সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই জড়িতরা ঘটনা স্বীকার করে ক্ষমা চেয়েছে এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions