প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৫১:৫২
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৫:৫৬:০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। শব্দ দূষণ নিয়ন্ত্রণে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । সোমবার (১৯ ফেব্রæয়ারি) বিকেলে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উদ্যোগে সদরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।
এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ৩টি যানবাহনকে ৫হাজার ৫শত টাকা জরিমানা করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা তাৎক্ষনিক বিনষ্ট করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন জানান,শব্দ দূষণ নিয়ন্ত্রণে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের এই ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।