বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৫৭:৪১ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৮:৪২
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মাঠে ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, সদর জোনের অধিনায়ক লে.কর্ণেল মাহমুদুল হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষীকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী ১০০মিটার, ২০০ মিটার দৌড় , উচ্চ লাফ, দীর্ঘ লাফ, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এবং সমাপনী দিনে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions