বান্দরবানের রুমায় কাঠবোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৯:৪১ | আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ ০৫:৫৪:০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলায় কাঠবোঝাই এক ট্রাক উল্টে অনিল ত্রিপুরা (২৯) নামের এক শ্রমিক নিহত হয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন শ্রমিক।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার রুমা-কেওক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অনিল ত্রিপুরা রুমা সদর ইউনিয়নের বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে।

আহতরা হলেন পাইন্দু ১নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার প্রোসাও মারমা (৪৮) ও রুমা সদর ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা নুলাইচিং মারমা (৩৫)।

স্থানীয়রা জানান, কাঠবোঝাই ট্রাকটি পাহাড়ী পথ পেরিয়ে রুমা সদরের দিকে যাওয়ার পথে মুনলাই পাড়া এলাকায় উল্টে যায়, এ ঘটনায় একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত ও দুজন আহত হয়, পরে পুলিশ ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions