প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৪৭:০২
| আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৭:২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। তিন পার্বত্য জেলার বক্সারদের সমন্বয়ে হিলটপ বক্সিং সোসাইটির আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হলো পার্বত্য বক্সিং চ্যাম্পিয়নশীপ ২০২৪ এর বাছাই পর্বের বক্সিং প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (০৮ ফেব্রæয়ারি) সন্ধ্যায় জমকালো আয়োজনে বান্দরবান রাজারমাঠে এই বাছাই পর্বের বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগিতায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ।
প্রতিযোগিতায় ছেলেদের ৪৪,৪৮,৫১,৬০,৬৪ কেজি ওজন শ্রেণিতে সাকিব,মিছবা,খালেদ বিজয়ী হয় এবং ছিদ্দিক-প্রজ্ঞাধন,আরজু দীপ-সুদীপ্ত, হারুন-ফরহাদের খেলা গুলো ড্র হয়।
অন্যদিকে মেয়েদের ৪৮,৫২,৫৬ ওজন শ্রেণিতে লিমা ত্রিপুরা,প্রীতি ত্রিপুরা এবং সিং সিং প্রু মারমা বিজয়ী হয়।
প্রতিযোগিতা শেষে খোলোয়াড়দের পুরস্কার ও সনদপত্র প্রদান করে অতিথিরা।
এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, পৌরসভার কাউন্সিলর মো: ওমর ফারুক, হিলটপ বক্সিং সোসাইটির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, ক্রীড়াবিদ শিমুল দাশসহ বিভিন্ন বক্সিং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।