২ কর্মী হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত

প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫৭:৩২ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:২৯:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ২ সদস্যকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন  করেছে দলটির সদস্যরা। আজ সকাল থেকে দীঘিনালা-সাজেক পর্যটন সড়কে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ পালিত হয়েছে।

অবরোধে ভোর থেকেই সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে তারা। সড়ক অবরোধে কোন ধরণের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল ২ কর্মীকে হত্যার প্রতিবাদের সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিলেও এটি আজ আধাবেলা করা হয়।

উল্লেখ্য, গত ৪ ফেব্রয়ারি রাঙামাটির সাজেকের মাচলং এর ব্রিজপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ তাদের প্রতিপক্ষ জেএসএসকে দায়ী করলেও তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions