প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:২৬:১২
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০২:৫৩:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শুরু হয়েছে ৩দিনের ফুড ও কালচার ফেষ্টিবেল। বৃহস্পতিবার রাঙামাটির মারী ষ্টেডিয়ামে এই মেলা শুরু হয়েছে, মেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমূহ তাদের উৎপাদিত পণ্যে খাবারের দোকান ও কাপড় নিয়ে পসরা সাজিয়েছে। টানা ৩দিনের মেলা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধু রচনা করবে বলে আশা আয়োজকদের।
পাহাড়ে ১৬টি ক্ষুদ্র ক্ষ্রদ্র নৃ তাত্বিক জনগোষ্ঠীর বসবাস, তাদের রয়েছে বৈচিত্রময় জীবনধারা। প্রচার ও প্রসারের অভাবে হারিয়ে যেতে বসেছে তাদের এই জীবনধারা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্বাগুলোর খাদ্য ও সংস্কৃতি তোলে ধরতে আয়োজন করেছে তিনদিনব্যাপী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল ২০২৪। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারি ষ্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এসময় রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকার তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর তৌহিদসহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, ফেস্টিভ্যালের মাধ্যমে পার্বত্যাঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাহারি খাবারের সমাহার, কৃষ্টি ও সংস্কৃতি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করবে। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবারসহ কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ঘটবে এবং দেশের পর্যটন সম্পদের সম্ভাবনা প্রসারিত ও বিকশিত হবে। এছাড়া এ কার্যক্রমের মাধ্যমে পার্বত্যাঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধন সুদৃঢ় হবে।
মেলায় বাঙালী, চাকমা, ত্রিপুরা, মারমা, ম্রো চাকসহ ১৬টি সম্প্রদায়ের ১৯টি ষ্টল বসেছে। স্টলগুলো পাহাড়ী রঙের খাবার ও ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করতে দেখা যায়। এছাড়া সন্ধ্যায় ৭টার পর রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কুতিক অনুষ্ঠান। মেলাকে ঘিরে রাঙামাটি ষ্টেডিয়াম পরিণত হয়েছে পাহাড়ী বাঙালীরা মেলা।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা শনিবার পর্যন্ত বিকাল ৩ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।