প্রকাশঃ ০২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫০:৫৭
| আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০১:৩৪:৫৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ওয়ালটন জাতীয় অনূর্ধ্ব-১৭ যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বান্দরবান জেলা দলকে সংবর্ধনা দিল বান্দরবানের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার(১ ফেব্রæয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দলটির খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.মুজিবুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক,জেলা হ্যান্ডবল দলের ম্যানেজার থুইসিং প্রæ লুবুসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং খোলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক হ্যান্ডবল খেলোয়াড়দের উৎসাহ প্রদানের পাশাপাশি ক্রিড়া সরঞ্জামাদি ক্রয় করতে আর্থিক সহায়তা প্রদান করেন, এছাড়া হ্যান্ডবল খেলা সহ ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত: গত ৩১ জানুয়ারি ঢাকায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন জাতীয় অনূর্ধ্ব-১৭ যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা দল ৩৭/২২ গোলে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।