সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেনারেল হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ রোমেল চাকমার উপর হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকে রাঙামাটি সচেতন নাগরিক সমাজের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ ডিসেম্বর রাতে ডা. রোমেল চাকমা শরীর চর্চার জন্য সাইকেল নিয়ে সাইক্লিং করার সময় একটি বেপোরেয়া গাড়ি এসে রোমেলের সাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করতে গেলে আসামিরা ডা. রোমেলের উপর হামলা করে। এদের আঘাতে ডা. রোমেল গুরুত্বর আহত হয়। যিনি মানুষের চোখের আলো দেখান সে ডাক্তারের উপর এমন ন্যাকারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা জোর দাবি জানা বক্তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বসু মিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার সাইনী তালুকদার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারা আল হক, সাংবাদিক হিমেল চাকমা, সমাজকর্মী রননজয় চাকমা, সংগীত শিল্পী রনঞ্জিত দেওয়ান প্রমূখ।