সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদুতে থানা পুলিশের অভিযানে ১০০শত লিটার চোলাই মদসহ মাদক কারবারি দুইনারীকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি বাজার সংলগ্ন ইসহাক পাড়ায় এ অভিযান পরিচালনা করে চোলাই মদসহ তাদের আটক করেন পুলিশ।
জানা গেছে, পাহাড়ি মাদক কারবারিদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ১০০শ লিটার দেশীয় মদ মজুদ রেখেছিলেন তারা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্যরা পালিয়ে গেলেও অভিযানে আটক হয় মাদক ব্যবসার সাথে জড়িত দুই নারী।
লংগদু থানার তদন্ত (ওসি) জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে এএসআই ইকবাল হোসাইন ও জোমায়েত হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের মাদক সহ আটক করা হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। লংগদুতে মাদক কারবারিদের তৎপরতা কমাতে এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত দুইনারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।