খাগড়াছড়িতে খালে পড়েছিল কাপড়ে মোড়ানো অজ্ঞাত শিশুর মরদেহ

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৪ ১২:৫৪:০৯ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩২:৪৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকার খাল থেকে কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ অজ্ঞাত শিশুটিকে খাল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে শিশুর মৃত্যু নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পথচারীরা খাগড়াছড়ি শহরের মধুপুর খালের পানিতে কাপড়ে মোড়ানো কিছু দেখে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নিচে নেমে কাপড়ে মেড়ানো এক শিশুকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
 
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাগর দত্ত অপু জানান, পুলিশ শিশুটিকে হাসপাতালে আনার পর তাৎক্ষনিক পরীক্ষা করে দেখা হয়। হাসপাতালে আনার অনেক আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের ধারণা কন্যা শিশুটি ৪-৫ মাস বয়সী।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীর হাসান জানান, শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে ময়না তদন্ত করা হবে। এখনও পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions