লংগদুতে দুই ইটভাটায় জরিমানা ও বন্ধ ঘোষণা

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৪ ০৫:৪০:৪৭ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৮:১৮:২৬

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদুতে পাহাড় কেটে, বন উজাড় করে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা সহ ইটভাটার চুল্লী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

 

রোববার (২১ জানুয়ারি) বিকেলে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস এডিবি ব্রিকস নামের দুইটি ইটভাটাতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা

 

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কোন অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরী করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভাটা মালিকরা। এতে বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। এতে কোনরকম নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি

 

ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions