মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৪ ০৮:২৭:৩৯ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০২:৫০:৫৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি (শুক্রবার) বিকালে বান্দরবান  রাজার মাঠে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের ৭ম বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি নাছিরুল আলম, সেক্রেটারী মোজাম্মেল হক বাহাদুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের ৭ম বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা প্রদান করছে যেমন বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতা, শিক্ষাবৃত্তি, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বছরের প্রথমদিন নতুন বই বিতরণ সহ নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, আজ বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির উদ্যোগে এলাকার হতদরিদ্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ উদ্যোগকে স্বাগত জানাই এবং সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়াতে আহবান জানাই।

অনুষ্ঠানে বান্দরবানের সদরের বিভিন্ন এলাকার এক হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions