দ্বাদশ নির্বাচন গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনার বিজয় হয়েছে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৪ ০৫:০২:৫৮ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৬:৫১:৩৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র, অসাম্প্রদায়িক শক্তি চেতনার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি ২৯৯ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত নৌকায় মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার এমপি


তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মীদের প্রাণ উচ্ছ্বাসে কাজ করা এবং রাঙামাটির জনগণ পাশে আছে বলেই বিপুল ভোটে জয়ী হওয়া সহজ হয়েছে আমি বিস্মিত হয়েছি, পুরুষের চেয়ে নারীর ভোটার উপস্থিতি সংখ্যা বেশি দেখে এসময় তিনি জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন


বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে ১০টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সহযোগি সংগঠনের উদ্যোগে সংবর্ধনা কর্মীসভায় তিনি এসব কথা বলেন এটি ১০ উপজেলার মধ্যে বিজয়ের প্রথম সফর সংবর্ধনা অনুষ্ঠান


বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি শীলা রায়, সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, সাংস্কৃতিক সম্পাদক জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মারমা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা প্রমুখ


সংবর্ধনা সভায় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, শীত গ্রীষ্ম, বর্ষায় সব সময় পাশে থেকেছি বর্তমানেও আছি আপনাদের ভালোবাসাই প্রমাণ পেয়েছি আর এই ভালোবাসার পথ ধরে রাঙামাটির আনাচে কানাচে উন্নয়নের দ্বার উম্মোচন করবো যাতে করে এলাকাবাসীর জীবনমানের উন্নয়ন তরান্বিত হয়


তিনি দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বলেন, দিনের ভোট রাতে হয়েছে কেউই যুক্তি-প্রমাণ দিতে পারবেন না লক্ষ ৭১ হাজারের উপরে ভোট এবং শতকরায় প্রায় ৫৮ভোট পড়েছে শান্তিপূর্ণ ভোট গ্রহন হওয়ায় এলাকার মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে ছুটে গেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপিকে উপজেলা আওয়ামীলীগ সহযোগি সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, হেডম্যান-কার্বারী সমিতি, বিলাইছড়ি, কেংড়াছড়ি ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বিলাইছড়ি ব্যবসায়ী সমিতি, বোট মালিক সমিতি, মোটরসাইকেল (মোটর বাইক) সমিতি, কলেজ বিভিন্ন বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions