প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৪ ০৪:২৮:৫৩
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৬:০৫:০৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যোগে গরীব ও অসহায় ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখায় গরীব ও অসহায়দের মাঝে এই শীতবস্ত্র হিসেবে ৫শতাধিক দু:স্থ ও অসহায়কে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্টার ওমর ফারুক রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানের বিভিন্ন এলাকার ৫০০শত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা প্রত্যেক বছর শীতকালীন সময়ে বিভিন্ন এলাকার গরীব ও অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।