উলের সুতা দিয়ে গরম কাপড় তৈরীতে ব্যস্ত নারীরা

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৪ ০২:৩০:১৫ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৯:২৬:১৮
বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে এখন চলছে মাঘ মাস। দেশের অন্যান্য অঞ্চলের ন্যয় পার্বত্যঞ্চলেওপুরোদমেচলছে শীতের প্রকোপ। দিনে কিছুটা গরম পরলেও রাতে বেশ শীত। কুয়াশাও পড়ছে, মাঝে মধ্যে পুরো এলাকা ছেয়ে যাচ্ছে কুয়াশায়। শিশির জমছে সবুজ ঘাস ও গাছের পাতায়।পাহাড়ী গ্রামের মানুষ পূর্বের বছরে হাতে বোনা শীতের কাপড় নামিয়ে ফেলেছেনপৌষ মাসের শুরুতেই। 

পাহাড়ের প্রায় প্রতিটি গ্রামে গেলে এখন দেখা মিলে পাহাড়ী নারীরা বেইনে ও হাতে  উলের সুতা দিয়ে বুনছে সোয়েটার, মোজা, চাদর, মাফলার ও অন্যান্যগরম কাপড়। রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার শিলছড়ি পাড়ায় গিয়ে দেখা যায় সেখানকার বাসিন্দা শেফালী চাকমা তার পরিবারের অন্য এক সদস্যকে সাথে নিয়ে এই মাঘ মাসের শীতের সকালে বেইনে বসে বুনছে উলের সুতা দিয়ে চাদর ও অন্যান্যগরম কাপড় ।

ছবি ও প্রতিবেদন - লিটন শীল। ১৬ জানুয়ারী ২০২৪ ইং

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions