প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৪ ০৫:১৫:০৪
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:৫৪:২৫
সিএইচটি টুড ডট কম, খাগড়াছড়ি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহবানে খাগড়াছড়িতে বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের উদ্যোগে মিছিল ও গণসংযোগ হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে জেলা বিএনপির সহ-সভাপতি বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরীর নেতৃত্বে মিছিলটি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহীদ কাদের সড়কে এসে শেষ হয়। হয়ে বাজারের ইয়াংড বৌদ্ধ বিহারের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন,উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, জেলা বিএনপি সদস্য আনোয়ার হোসেন, কংজাপ্রæ মারমা, প্রবীন বরণ চাকমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, সদস্য সচিব হৃদয় নুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিঠুন রানী ত্রিপুরা প্রমূখ।