রাঙামাটির কাউখালীতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ

প্রকাশঃ ০১ জানুয়ারী, ২০২৪ ০৩:৫২:০২ | আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ ০২:০৭:৪৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রচারণার ১৪তম দিনে রাঙামাটিতে ১০ উপজেলার প্রচারণার শেষ দিনে কাউখালীতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ, পথসভা লিফলেট বিতরণ করেন


দীপংকর তালুকদার রবিবার সকাল থেকে  কাউখালী উপজেলা ডাক বাংলা, নতুন পাড়াএলাকাসহ সদর, ঘাগড়া, কলমপতি বেতবুনিয়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গনসংযোগ করেন


পথসভায় বক্তারা বলেন, নির্বাচন শুরু হওয়ার পর থেকে বিএনপি যে হারে বহিস্কার শুরু করেছে তাতেই বিএনপি নেতাকর্মী শুণ্য হয়ে যাচ্ছে


বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক আঞ্চলিক দল ভোট বর্জন ভোট কেন্দ্র যেতে নিষেধ করেছে বলে শুনেছি


আঞ্চলিক দলগুলো আমাদের শত্রুভাবে পাহাড়ের কোন আঞ্চলিক দলের সাথে আমাদের শত্রুতা নাই পার্বত্য অঞ্চলের দাবি বাস্তবায়নে জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে বিএনপি কখনোই এই অঞ্চলের উন্নয়ন করে নি চুক্তি বাস্তবায়ন হতে হলে দীপংকর তালুকদারের হাত ধরেই হতে হবে


বক্তারা আরও বলেন, ভোট দিতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাই নিরাপদে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে পার্বত্য এলাকার উন্নয়নে ভুমিকা রাখার আহ্বান


পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের অর্থনীতি মুক্তি উন্নয়নে আওয়ামী লীগ কাজ করবে জানিয়ে দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটসহ এলাকার বিভিন্ন উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি


সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জমির উদ্দিন, সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেম চিনু, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী,  প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বন পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, সদস্য জাহিদ আক্তার, আশিষ কুমার চাকমা নব, আবু তৈয়ব, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শামছুল আলম, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি কেন্দ্রীয় সদস্য উদয় বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, জেলা ছাত্রলীগের গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions
Error
Whoops, looks like something went wrong.