জুরাছড়ি উপজেলা জাতীয় সংসদ নির্বাচন প্রচারনায় সরগরম

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৩ ০৬:৫৮:১৯ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৩:৩৭:৫৬

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জুরাছড়ি উপজেলায় প্রচারনায় ব্যস্ত সময় পার করছে সমর্থকরা। নিজেদের প্রার্থীর জয় করতে ভোট চাইতে ছুটছে ভোটারদের ঘরে ঘরে। 

 

এদিকে প্রথমবারের মত দুমদুম্যা মৈদং ইউনিয়নের নৌকার প্রাথী দীপংকর তালুকদারের জন্য ভোট চাইতে পাহাড় থেকে পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমার নেতৃত্বে ২৪ জনের একটি দল

 

এছাড়া জুরাছড়ি বনযোগীছড়া ভোটারদের মন জয় করতে স্থানীয় নেতা কর্মীদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের নেতৃত্বে উপজেলায় নৌকার প্রচারনা করেছেন সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরে পথসভা করেন তিনি। সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। 

 

এদিকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর)বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে সংসদ সদস্য পদপ্রার্থী অমর কুমার দে লাঠি মার্কায় প্রচারনা করেছেন। সময় তিনি স্থানীয় যুব প্রজম্মকে সাথে নিয়ে বনযোগীছড়া ইউনিয়নের কাংরাছড়ি, ধামাইপাড়া, কিয়াংবাজার, উপজেলা বাজার, যক্ষা বাজার প্রচারনা করেন অমর কুমার দে

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেলাল মেহেদী বলেন জুরাছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে 

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন ভোটারেরা উৎসাহিত নিবিগ্ন ভাবে যাতে ভোট দিতে পারে সে লক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে 

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions