দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুরাছড়িতে মতবিনিময় সভা

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৩ ০২:১৭:২১ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ১১:৪০:৩৮

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি  (রাঙামাটি)জোড় করে কেন্দ্র দখল করা, জাল ভোট দেয়া বা ভোটারদের হুমকি বা ভয় দেখানো এমন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক সে কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করে দেওয়া হবে। এছাড়া এই কাজে জড়িতদের আইনুক পদক্ষেপ নেওয়া হবে। 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুরাছড়ি উপজেলাধীন জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান একথা বলেন। 

 

সময় তিনি আরো বলেন, সুষ্ঠু সুন্দর ভাবে ভোটারেরা নিজেদেন ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সে দিকে প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে

 

রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত  উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, বিশেষ অতিথি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার শাওনেয়াজ রাজু, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমাজুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা  হেডম্যান, কার্বারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন 

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions