নৌকার প্রচার-প্রচারণায় সরব লংগদুর ভোটের মাঠ !

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৪:৫৮:১৮ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০৭:২৫:১০

সাকিব আলম মামুন, সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।প্রতীক বরাদ্দের পরপরই নৌকা প্রতীকের প্রার্থী ভোট যুদ্ধে নেমে পড়েছে। ইতিমধ্যে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির লংগদুর অলি-গলিতে ভরে গেছে সাদা-কালো পোস্টারে। চায়ের দোকানগুলোতে সকাল থেকে গভীররাত পর্যন্ত চলছে নির্বাচনী আলোচনা-সমালোচনা। সকাল, বিকাল, সন্ধ্যায় হচ্ছে গণসংযোগ পথসভা প্রচার প্রচারণায়

 

১৮ ডিসেম্বর বিকেল থেকে সর্বত্র সরব লংগদুর ভোটের মাঠ। এরই ধারাবাহিকতায় উপজেলার ৭টি ইউনিয়নে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচার কার্যক্রম

 

লংগদু উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্র পরিচালনা কমিটির সমন্বয়ে পরিচালিত হচ্ছে প্রচারণা

 

এবারের নির্বাচনী প্রচারণায় ৭টি ইউনিয়ন আটারকছড়া, কালাপাকুজ্জ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমূখ লংগদু সদরে দলীয় নেতৃবৃন্দের কার্যক্রম চোখে পড়ার মতো

 

লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড বিভিন্ন হাটবাজার গুরুত্বপূর্ণ স্থানে দীপংকর তালুকদার তথা নৌকা মার্কার সর্মথনে দলীয় নেতা কর্মীদের প্রচার-প্রচারণা

 

গত কয়েকদিন লংগদুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপির পক্ষে আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা হতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীরা নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছে। তবে দীপংকর তালুকদারের সমর্থক ছাড়া রাঙামাটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী অন্য প্রার্থীগুলোর পক্ষে লংগদুতে কোন প্রচার-প্রচারণা চোখে পড়েনি

 

এদিকে, গত বৃহস্পতিবার মাইনী লংগদু ইউনিয়নের বাজারঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, লংগদু উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিম এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল দাশ বাবুর নেতৃত্বে উঠান বৈঠক, পথসভা জনসংযোগ অনুষ্ঠিত হচ্ছে

 

নির্বাচনী প্রচার প্রচারণায় লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি আব্দুল আলী, হোসেন আলী, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ার বেগম, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল হক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা পরিষদের সদস্য আসমা বেগম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী ফয়েজুল আজীম এবং গুলশাখালী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিভিন্ন পাড়ায় উঠান বৈঠক, পথসভা গণসংযোগ করা হয়

 

এছাড়াও কালাপাকুজ্জ্যা, আটারকছড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দলীয় নেতৃবৃন্দ

 

সময় লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামিউল বাশার সম্রাট, মাইনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজগর আলী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু, ছাত্রনেতা তরিকুল ইসলাম তরি সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

এদিকে বগাচতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক লিটন মিয়া দুলালের নেতৃত্বে প্রচারণায় অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান আবুল বশর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 

অপরদিকে, ভাসান্যাদম ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি চান মিয়া সাধারণ সম্পাদক কামাল হোসেন পাশার নেতৃত্বে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করছেন। এতে অংশ নেয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ অন্যান্যরা

 

উপজেলা পেশাজীবী লীগও একইদিন বিভিন্ন স্থানের জনসংযোগে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

এছাড়া লংগদু উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগের উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছেন দীপংকর তালুকদারের পক্ষে

 

লংগদু উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে নির্বাচনী প্রচার করতে যাচ্ছি, সেখানেই দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী জানুয়ারি আমরা লংগদু থেকে জননেতা দীপংকর তালুকদারকে বিপুল ভোটে জয়ী করবো

 

বিষয়ে লংগদু নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লংগদুতে প্রচার প্রচারণা করছেন নেতাকর্মীরা। এপর্যন্ত নির্বাচনী প্রচারণার আচরণবিধি লঙ্ঘন হয়নি। আশা করি শান্তসৃষ্ঠ, সুন্দর একটি নির্বাচন সম্পন্ন হবে এবার

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions