সিএইচটি টুডে ডট কম, কাউখালী(রাঙামাটি)। একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাঙামাটি কাউখালী উপজেলাতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে কাউখালী কেন্দ্রীয় শহীদমিনারে ৩১বার তপোদ্ধনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা , সরকারি বিভিন্ন বিভাগ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে শহীদদের স্মরনে পুষ্প্যস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৮টায় কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট,শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।এইসময় শান্তির কপোত পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।
কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
বিজয় দিবস উপলক্ষে সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে।