সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির বটতলায় প্রতি বছরের ন্যায় এবছরও আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে তপোসুর সাংস্কৃতিক একাডেমি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তপোসুর সাংস্কৃতিক একাডেমির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় অংশ নেন, শিল্পকলা একাডেমি রাঙামাটি জেলার কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, বাচিকশিল্পী ও শিক্ষক লিটন দেব, সংগীতশিল্পী ও শিক্ষক নেত্রী রায়, অভিভাবক কাজী জাহানারা অপু ও সংগঠনের সাধারন সম্পাদক সংগীত শিক্ষক মিলন ধর।
সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ শহীদ বুদ্ধিজীবীদের অবদানের ও ত্যাগের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদরর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পকলার বটতলায় প্রদীপ প্রজ্জ্বলন করে সংগঠনের সদস্যরা।
এছাড়াও সংগঠনের সদস্যরা মুক্তিযুদ্ধের গান ও কবিতা পাঠের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্নত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।