কাউখালীতে নবাগত ইউএনও ও ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৩ ০৪:৩৩:৪৭ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৬:০৪:৫০

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)কাউখালীতে পর্যটনখাত সৃষ্টি করা হবে বলে আশ্বাস দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী


বৃহস্পতিবার  (১৪ডিসেম্বর) বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে, অটোটরিয়াম হলরুমে রাঙামাটি কাউখালী উপজেলাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন


তিনি আরো বলেন, কাউখালীতে পর্যটন করার মত অনেক কিছু রয়েছে তার মধ্যে অন্যতম এখানে একটু ইউ আকৃতির লেক রয়েছে আমি চেষ্টা করবো লেক পাহাড় কে কাজে লাগিয়ে কাউখালী উপজেলাকে পরিচিত করা সাথে সাথে অর্থনেতিক একটি খাত সৃষ্টি করা

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী  উপজেলা পরিষদ চেয়ারম্যান রাঙামাটি জেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামশুদৌহা চৌধুরী বিশেষ অতিথি ছিলেন,নবাগত কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর

 

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা কৃষি অফিসার রাসেল সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা, কাউখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব প্রমূখ


মতবিনিময় সভায় ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions