রাঙামাটিতে মৃত মহিষের মাংস বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৯:৩৫ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৪৫:২৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি রাঙামাটি জেলা শহরে মৃত মহিষের মাংস বিক্রির দায়ে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের দেবাশীষনগর এলাকায় মৃত মহিষের মাংস বিক্রিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার দণ্ড দিয়েছেন

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে দুইটি মৃত এনে বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ঘটনার সঙ্গে জড়িত এবং বিক্রয়কারী তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এসময় প্রায় দেড় থেকে দুই মণ মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে

 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, চট্টগ্রাম থেকে অসাধু ব্যবসায়ীরা দুইটি মৃত মহিষ কিনে আনে প্রথমে তারা খাগড়াছড়িতে বিক্রির জন্য নিয়ে যায়; কিন্তু সেখানে বিক্রি করতে না পেরে রাঙামাটিতে নিয়ে আসে রাঙামাটিতে এসে কিছু মাংস বিক্রিও করেছে আমরা খবর পেয়ে বাকী দেড় থেকে দুই মণ মাংস ধ্বংস করেছি অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

 

এদিকে, একইদিন সকালে জেলা শহরের কাঠালতলী এলাকায় হাজী নান্না বিরিয়ানির একটি দোকানে খাবারের সঙ্গে কাপড়ের রঙ মেশানোর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নান অভিযানটি পরিচালনা করেছে

 

দুইটি অভিযানেই ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পুলিশ সদস্যরা

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions