জুম পাহাড়ে সবজি চাষের পাশাপাশি ফুল চাষ
প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৩ ০৩:৩৭:০৪
| আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৫৭:১৯
রাঙামাটির জুম পাহাড়ের ঢালে চাষের জমিতে শাক-সবজি চাষের পাশাপাশি এখন ফুলের চাষও হচ্ছে। পাহাড়ের ঢালে গড়ে তোলা সবজি চাষের পাশাপাশি ফুলের বাগানে শোভা পাচ্ছে গাদাসহ আরও কয়েক ধরনের ফুল। পাহাড়ীরা নিজেদের বাগানে উৎপাদিত ফলমুল, শাক-সবজির পাশাপাশি সপ্তাহের দুই দিনের বাজারের দিনেফুলওবিক্রীকরে থাকে। মানুষের কাছে দিন দিন ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগ্রহ বেড়েছে তাদের। তাই প্রতি হাট-বাজারের দিনে ফল ও সবজির পাশাপাশি ঝুড়িতে করে ফুল এনে পসরা সাজিয়ে বিক্রী করতে দেখা যায় এখন।
ছবিটি ১৩ডিসেম্বর (বুধবার) সকালে রাঙামাটির শহরের তবলছড়ি ব্রিজের পাশথেকে তোলা।
ছবি ও প্রতিবেদন- লিটন শীল।