প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৩ ০২:৫১:৩৬
| আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৪৫:০৬
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির দুর্গম উপজেলা কাউখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
বুধবার সকালে রাঙামাটির কাউখালি উপজেলায় আশা বেতবুনিয়া স্বাস্থ্য সেবাকেন্দ্রে সকল সাধারণ রোগীর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। আশা রাঙামাটি রিজোয়নাল ম্যানেজার সালেহ উদ্দিন এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন কাউখালি উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী।
এসময় বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী, আশা বেতবুনিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ ডা. গ্যাল্যান্ট চাকমা, আশা বেতবুনিয়া ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার তপস কান্তি চাকমা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রোগীদের শ্বাসকষ্ট, ডায়াবেটিস, প্রস্রাবের সুগার ও প্রোটির পরিক্ষার,প্রস্রাব দ্বারা প্রেগনন্সি পরিক্ষা, দেশের বাজার মূল্যে থেকে ১০% কম মূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিক্রয় সহ নানান সেবা প্রদান করছে এই মেডিক্যাল ক্যাম্প থেকে।
আজ সকাল ৯ টা থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
এতে প্রায় শতাধিক রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করে।