আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে বিএনপির মানববন্ধন

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৩ ০৪:৪৯:৪৯ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৪২:৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানাবাধিকার  লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও পরিবারের স্বজনদের মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি।

সকাল ১১ টায় কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা সভপাতি দীপন তালুকদারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। এসময় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরসহ বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মানবন্ধনে বক্তারা বলেন, সরকারের মানবাধিকার লঙ্ঘন চরম মাত্রায় পৌঁছছে। আওয়ামীলীগ সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির হাজার হাজার  নেতাকর্কমীকে খুন ও গুম করেছে। লাখ লাখ নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী  করা হচ্ছে। এমন নির্যাতন করেও সরকারের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ারী দেন নেতা কর্মীরা।

মানববন্ধননে বিএনপির সিনিয়র পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তবে এ মানববন্ধনে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। গ্রেফতার আতংকে মুলত অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন না বলে দলীয় সূত্রে জানা যায়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions