খাগড়াছড়িতে সানরাইজ ক্রিকেট একাডেমীর উদ্বোধন

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৭:৫১ | আপডেটঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৮:৪৯

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র খ্যাত হাই স্কুল মাঠ। নবীন কিংবা প্রবীণ যেকোন বয়সী খেলোয়াডের স্মৃতিবিজড়িত মাঠে হয়েছে নতুন আরেকটি রেকর্ড। উদীয়মান ক্রিকেট খেলোয়াডের প্রশিক্ষণ চর্চার লক্ষ্যে ক্রীড়ামোদী একদল তারুণ্যের হাত ধরে যাত্রা শুরু করল সানরাইজ ক্রিকেট একাডেমী নামে নেট প্র্যাকটিস পিচ।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সহিদুজ্জামান সোমবার ( ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর প্রান্তে নেট প্র্যাকটিস পিচের উদ্বোধন করেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পাহাড়ের ছেলে মেয়েরা খেলাধুলায় জাতীয় পর্যায়ে অর্জন রাখছে। আগামীতে আরও মানসম্মত খেলোয়াড গড়ে তুলতে চর্চা প্রশিক্ষণের বিকল্প নেই খেলাধুলা এখন পেশা হিসেবে নেয়া সম্ভব। তাই চর্চা অব্যাহত রেখে যেতে হবে লক্ষে পৌঁছা পর্যন্ত। ক্রীড়াঙ্গনের পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেয়া হয়

 

সময় অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন, সহকারী কমিশনার তারিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক বৈরি চাকমা, পরিমল কর্মকার বিসিবির খাগড়াছড়ি জেলার কোচ মোজাহিদ চৌধুরী বাবু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সানরাইজ ক্রিকেট একাডেমী পরিচালনায় থাকছে ক্রীড়া সংগঠক আসিফ আহমেদ, আশিকুর রহমান রনিব, মো. শাকিল আতিকুর রহমান 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions