জুরাছড়ির ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৩ ০৬:১১:১২ | আপডেটঃ ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৪৪:১৩

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি  উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে ১৫ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (২২ নভেম্বর) সকালে প্রথম পর্বে বুদ্ধ মুর্তি দান, সংঘদান অষ্টপুরস্কার দান, হাজার প্রদীপ দান অনুষ্ঠিত হয়।


বেলা টায় কঠিন চীব কল্পতরু  শোভা যাত্রায় মঞ্চে আনায়নের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, বিশেষ অতিথি জোন উপ অধিনায়ক মেজর মো: নাজমুল হক, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা  উপস্থিত ছিলেন।

 

এতে ধর্ম দেশনা প্রদান করেন  ধর্মশ্রী মহাথের, শুভদর্শী মহাথের ভিক্ষু 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions