লংগদু জোনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৩ ০৩:৫৭:২২ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৬:৫১:৩২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক পাহাড়ের দুর্গম এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে

 

রোববার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে রাঙামাটির লংগদু উপজেলায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে বামে লংগদুর রাধামন বাজার এলাকায় ক্যাম্প পরিচালনা করা হয়

 

এসময় অসহায় দরিদ্র শতাধিক পাহাড়ি-বাঙ্গালি দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে

 

জোন সূত্রে জানা যায়, জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবের নেতৃত্বে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়েছে

 

উপকারভোগীরা সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার জন্য এবং জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

 

এবিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন আর্ত মানবতার সেবায় ব্রতী হয়ে পূর্বের ন্যায় সর্বদা নিয়োজিত। এধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিক ভাবে জোনের আওতাধীন প্রতিটি প্রত্যন্ত এলাকায় চলমান থাকবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions