জুরাছড়ির ফকিরাছড়ি শাখা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০২৩ ০৪:০৮:৩৭ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৪৪:০৪

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি  (রাঙামাটি)সূখ বিশ্ব শান্তি মঙ্গলের প্রার্থনায় জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি শাখা বন বিহারে ১৩ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে


বুধবার ( নভেম্বর) মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি শাখা বন বিহারের উপাসক-উপাসিকার আয়োজিত অনুষ্ঠানের সকালে প্রথম পর্বে বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্টপুরস্কার দান পঞ্চশীল গ্রহন অনুষ্ঠিত হয় এছাড়া ফকিরাছড়ি শাখা বন বিহারের অধ্যক্ষ দেবগুপ্ত ভিক্ষুকে স্থবির(ভিক্ষু কাল ১০ বছর পূর্ণ) বরণ করা হয়


বেলা ২টায় শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর কল্পতরু মঞ্চে আনায়নের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি জোন উপ অধিনায়ক, বিশেষ অতিথি মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাসহ স্থানীয় হেডম্যান সম্রাট চাকমা উপস্থিত ছিলেন সময় বুদ্ধের বানী আলোকপাঠ করেন রাঙামাটি রাজ বন বিহারে আবাসিক ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির, বিমলা নন্দ মহাস্থবির প্রিয় তির্য্য মহাস্থবির, ধর্মধার মহাস্থবির অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফানুস উড়ানো হয়


উল্লেখ্য এর আগে মঙ্গলবার (৭নভেম্বর) সন্ধ্যায় বুনন শিল্পীরা পঞ্চশীল গ্রহনের মধ্যে দিয়ে বেইন ঘরের কঠিন চীবর বুনন উদ্ভোধন করেন রাজ বন বিহারে আবাসিক ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions