খাগড়াছড়ির মাটিরাঙায় কুরিয়া সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০২৩ ০২:৩৯:১০ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৫০:৪৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিএনপির তৃতীয় দফায় আহুত ৪৮ ঘন্টা সড়ক অবরোধের প্রথম দিন জেলার মাটিরাঙার সাপমারা এলাকায় ফাইভ স্টার কুরিয়া সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার দেয়া হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়াস সার্ভিসের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে খাগড়াছড়ি আসছিল বলে জানা গেছে।এছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে,টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোন বাস। চলাচল করছেনা অভ্যন্তরীণ সড়কের পরিবহন।


পুলিশ-বিজিবি গুরুত্বপূর্ণ  স্থানগুলোতে ব্যাপক পুলিশি ব্যবস্থা জোরদার থাকায় পণ্যবাহি কয়েকটি ট্রাক শহরে ঢুকেছে।


সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সবধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions