থানচির সীমান্ত সড়কে পাথর বোঝায় ট্রাক খাদে পড়ে চালক আহত

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০২৩ ০৬:০৪:০০ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫০:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি লইক্রে সড়কে পাথর বোঝাই একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় থানচি বংকু পাড়া বিজিবি এর বিওপি ক্যাম্পের নিকটতম স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত ট্রাক চালক কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা মগবাজারের ফাসিয়াখালী গ্রামের মৃত রফিক আহমেদ এর ছেলে সোনা মিয়া (৪৫)।

স্থানীয়রা আহত সোনা মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সুত্রে জানা যায়, পাথর বোঝা ট্রাকটি থানচি লইক্রে সীমান্ত সড়কের নির্মান কাজে চকরিয়া থেকে পাথর বোঝায় করে বংকুপাড়া বিজিবির বিওপি ক্যাম্পে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পদে পাহাড়ের ৩০ ফুট নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে।

থানচি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, দুর্ঘটনায় আহত ট্রাক চালকের হাতে আঘাত হয়েছে তার চিকিৎসা চলমান রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions