অভিযানে জব্দ দেড় কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস করলো রামগড় বিজিবি

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২৩ ০২:৪৭:৪০ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৩:৩৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় জোন চট্টগ্রাম জেলা অংশে বিভিন্ন সময় অভিযানে জব্দ মাদকদ্রব্য ধ্বংস করেছে। শনিবার সকালে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। 

 

৪৩ বিজিবি রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিকসহ বিজিবি, বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

অতিথি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাজার ৫১ বোতল ভারতীয় মদ, হাজার ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় বিয়ার, ফেন্সিডিল, চোলাই মদ নেশাজাত ঔষধ ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬২ লাখ টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions