লংগদু উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০২৩ ০২:২৫:২৩ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৩:২৮

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশএই স্লোগানে রাঙামাটির লংগদুতে জাতীয় যুব দিবস-২৩ পালিত হয়েছে

 

বুধবার ( নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তর

 

লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন প্রমুখ

 

লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহনেওয়াজ ফারুক, আনসার ভিডিপি কমান্ডার মোরশেদ আলম, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা স্থানীয় সংবাদকর্মী সহ বিভিন্ন যুব সংগঠকরা

 

সময় বক্তারা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে যুবশক্তির ভূমিকা অপরসীম। স্মার্ট যুব সমাজ একটি দেশের প্রাণশক্তি। একটি দেশের উন্নয়নের লক্ষ্য দক্ষ জনশক্তি বাড়াতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions