প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৩ ০১:২৮:২৮
| আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০২:৩৭:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা হরতাল। আজ রোববার বিএনপি সারাদেশে হরতাল ডাকলেও শহরের কোথাও কোন নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। ছিল না হরতালের সমর্থনে কোন কর্মসুচীও। বিএনপির দলীয় অফিস ছিলো তালাবদ্ধ, সেখানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করার মত।
সকালে শহরের তবলছড়ি, বনরুপা, রিজার্ভ বাজার, ভেদভেদিসহ বিভিন্ন এলাকায় ঘুড়ে দেখা গেছে সীমিত আকারে দোকানপাট খুলেছে, দুরপাল্লার কোন বাস রাঙামাটি ছেড়ে না গেলেও সিএনজি ও মোটর সাইকেল নিয়ে অনেকে বের হয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হরতালে বিশৃংখলা এড়াতে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, 'রাঙামাটিতে হরতালে কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালের দিকে বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হতে চাইলেও পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছি। রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে বিশৃঙ্খলার অভিযোগে ৯জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।