সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্তর্ভূক্ত নেতৃবৃন্দদের সংবর্ধনা ও ছাত্র সমাবেশ করবে রাঙামাটি জেলা ছাত্রলীগ। আগামী শনিবার (২৮ অক্টোবর) জেলা ছাত্রলীগের উদ্যোগে দুপুর ২.৩০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ এ সংবর্ধনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে সংবর্ধিত ছাত্র নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি রবিন বাহাদুর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-আপ্যায়ন শাহাদাত হোসেন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় সংবর্ধনা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বক্তব্য রাখবেন। এছাড়াও ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা। এবিষয়ে ছাত্রলীগের সভাপতি জানান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিশাল ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্নশেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে ছাত্রলীগ। এছাত্র সমাবেশ থেকে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (ব্যান্ড শো)। অনুষ্ঠিত অনুষ্ঠান সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি।
ছাত্র সমাবেশ সফল করতে একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামে ছাত্রলীগ নেতা-কর্মীরা দিনরাত প্রচার চালাচ্ছে।’ ছাত্রসমাবেশে জেলার ১০টি উপজেলাসহ খাগড়াছড়ি ও বান্দরবান জেলার নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবেন।