সাঙ্গু নদীতে নৌকা ডুবি: নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৩ ০১:৩৭:৪২ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৫:০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবির প্রায় ১৬ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা, এই ঘটনায় আরও ২জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহটি লং রে খুমির (২১)। তিনি থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রেমাক্রির আদা পাড়ায় ইঞ্জিন চালিত একটি নৌকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, পরে নৌকার ৬জন যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩জন যাত্রী নদীর ¯্রােতে ভেসে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে ৩ জনকে উদ্ধারে থানচি সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করেন। এসময় লং রে খুমির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে এই ঘটনায় এখনো আরও ২জন নিখোঁজ রয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবিতে ৩জন নিখোঁজের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে,বাকি দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions