সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রবল ঘুর্ণিঝড় "হামুন" এর কারনে বুধবার (২৫ অক্টোবর) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘুর্ণিঝড় "হামুন" এর প্রভাবজনিত কারনে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের ০১৮২০৩০৮৮৬৯ ও ০২৩৩৩৩৭১৭২২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধও করা হয়।
এদিকে ভারী বর্ষণ হলে সবাই যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যায় সে জন্য প্রশাসক থেকে মাইকিং করা হচ্ছে।