বান্দরবান পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২৩ ০৩:৪৫:৩৫ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৩৭:০৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দবান জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন।

সোমবার (২৩ অক্টোবর) বান্দবান জেলা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান পুলিশ সুপার, এসময় তিনি পূজা উদযাপন পরিষদের কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। উপহার প্রদান শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার,পাশাপাশি তিনি নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, সহকারী পুলিশ সুপার মো.আমজাদ হোসেন,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস কান্তি দাশ, সাধারণ সম্পাদক অলক ধরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে পুলিশ সুপার বান্দরবান এর নির্দেশনায় বান্দরবান সদর সার্কেল, রুমা সার্কেল, লামা সার্কেল,     রোয়াংছড়ি,লামা,থানচি,আলীকদম,রুমা,নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও মন্দির কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন স্ব স্ব থানার অফিসার ইনচার্জগণ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions