সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঢাকাবিশ্ববিদ্যালয়ের২৯তমউপাচার্যহিসেবেনিয়োগেপাওয়ায়অধ্যাপকড. এএসএমমাকসুদকামালকেশুভেচ্ছাজানিয়েছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসরড. সেলিনা আখতার।
নবনিযুক্ত উপাচার্য ড. মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার বারের নির্বাচিত সভাপতি,, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। উপাচার্য হিসেবে নিয়োগে পাওয়ায় পূর্ব পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। বরেণ্য এ শিক্ষাবিদ লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন।তাঁর পিতা মরহুম ফরিদ আহমেদ এবং মাতা মরহুমা মাছুমা খাতুন ছিলেন সমাজ হিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব।
এদিকে এক ধন্যবাদ বার্তায়, রাবিপ্রবি’র উপাচার্য বলেন,‘শিক্ষার প্রতি আপনার যে আবেগ ও ভালোবাসা তা ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা দায়ক হোক এবং আপনার নতুন এ যাত্রা সাফল্যে ভরে উঠুক এই প্রত্যাশা করছি’।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর,২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।