অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হচ্ছে শারদীয় দূর্গোৎসব

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৩ ১১:২০:৩১ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১৩:০৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। অঞ্জলি প্রদানের মাধ্যমে শেষ হলো বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাৎসবের।

২৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজামন্ডপে বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি গ্রহণের জন্য ভীড় জমায় অসংখ্য ভক্ত, এসময় পুষ্পাঞ্জলি প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত রাহুল  চক্রবর্ত্তী ।

পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে দেবীর বির্সজনের বার্তা জানায়,মন্ডপে মন্ডপে চলে ঢাক-ঢোল ও ধর্মীয় আরতি,ধুপ আর মোমাবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পূজামন্ডপ।

এদিকে সুন্দর ও সুষ্ঠভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি ভক্তরা।

বান্দরবান জেলায় এবার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions