প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৩ ১১:১৮:০৮
| আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০২:৪২:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ২৩ অক্টেবার সোমবার সন্ধ্যা ৬টায় শুভ মহানবমী'তে রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দির, তবলছড়ি শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, গর্জনতলী অখন্ড মন্ডলী মন্দির, কাঠালতলী দূর্গা মাতৃ মন্দির ও কালিন্দীপুর দশভূজা মাতৃ মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব সুপ্রদীপ চাকমা (রাষ্ট্রদূত অবঃ), চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
চেয়ারম্যান রাঙামাটি পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ও মন্দির ভিত্তিক পরিচালনা কমিটি প্রতিনিধিদের সাথে কুশল বিনিমিয় করেন।
এসময় চেয়ারম্যানের সহধর্মিণী মিজ নন্দিতা চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব), সদস্য-প্রশাসন মোঃ জসীম উদ্দিন (উপসচিব), উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল উপস্থিত ছিলেন।