নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৩ ০১:১৭:০১ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫৬:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবান বাগান এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ অক্টোবর) ভোরে বাগানে কাজ করতে যাওয়ার সময় রাবার শ্রমিকরা একটি লাশ দেখতে পায়। পরে বাগান ম্যানেজার ও পুলিশকে খবর দিলে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল্লাহ ভুইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

নিহতের নাম শহিদুল ইসলাম (৩০), তিনি বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র, কিছুদিন আগে তার বাবা বন্য হাতির আক্রমণে মারা যায়।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল্লাহ ভুইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাত ও দেশীয় তৈরি অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। তবে মেডিকেল রিপোর্টে সব কিছু জানা যাবে।

উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি সীমান্ত এলাকায় সম্প্রতি মায়ানমারের চোরাই গরু, সুপারি পাচার নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা কিংবা ভূমিদুস্যরা এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions