রাঙামাটিতে পূজা মন্ডপ পরিদর্শনে নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৩ ০২:২০:০৭ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৪:৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেছেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সাবেক চেয়ারম্যান  নিখিল কুমার চাকমা।

 শনিবার দুপুরে তিনি সপ্তমীর দিনে মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের যাবতীয় খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, যেকোন  উৎসবে পার্বত্যাঞ্চলে সকল সম্প্রদায়ের মিলন মেলা পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় থেকে যেন শারদীয় দুর্গোৎসব পালন হয় সেই প্রত্যাশা করি।

এসময় বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা,  শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পংকজ দে টিটু, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর পুলক দেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions