লংগদুতে আগাছা ভেবে বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ !

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২৩ ০৬:৪৫:৩১ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৫:৫০:৪৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ, চিনতে না পেরে আগাছা ভেবে রেখে দিয়েছেন বাড়ির মালিক বানিছ উদ্দিন

 

বৃহস্পতিবার রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির আঙ্গিনা থেকে গাজা গাছটি উদ্ধার করেছে বিজিবি পুলিশ

 

ঘটনাটি রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রহমতপুর এলাকায় ঘটেছে বলে জানা গেছে

 

যৌথ বাহিনীর অভিযানে গাঁজা গাছসহ আটকের পর জিজ্ঞেসাবাদে বানিছ জানান, গাছগুলো না চিনেই আগাছা ভেবে রেখে দিয়েছে বলে দাবি তার। পরে পুলিশ কর্তৃক স্থানীয় ইউপু চেয়ারম্যান সদস্যদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়

 

বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, বর্তমানে উদ্ধারকৃত গাঁজা গাছগুলো গুলশাখালী পুলিশ ফাঁড়ীর হেফাজতে রয়েছে। আদালতে প্রতিবেদনের পর তাদের নির্দেশক্রমে গাছগুলো ধ্বংস করা হবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions