জনগ‌নের সা‌থে মি‌লে মি‌শে কাজ কর‌লে পু‌লি‌শের ভাবমু‌র্তি আ‌রো উজ্বল হ‌বে

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৩ ০৪:২৭:১২ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৫:৫৩:৪৮

সিএইচটি টুডে ডট কম,  কাউখালী (রাঙামাটি। কাপ্তাই সার্কেলের তিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব লেছেন, জনগনের সাথে মিলে মিশে কাজ করলে পুলিশের ভাবমুর্তি রো উজ্বল বে কথায় নয় কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে বে পুলিশ জনগনের শত্রু নয় পুলিশ জনগনের বন্ধু সাধারন জনগন তাদের শেষ ভরসাস্থল নে রে পুলিশকে তাই পুলিশ সদস্যদের এমনভাবে কাজ করতে বে যাতে সাধারন জনগনের শতভাগ আস্থা অর্জন করতে পারেতিনি পুলিশ সদস্যদের নীতি নৈতিকতা মেনে কাজ করার আহবান জানিয়েছেন

 

তিনি মঙ্গলবার বিকালে কাউখালী থানায় তারই সন্মানে য়োজিত বিদায় অনুস্টানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দ্যেশে বক্তব্যে উপরোক্ত কথা বলেন

 

কাউখালী থানার ফিসার ইনচার্জ পারভেজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য  রাখেন থানার এস আই মোঃ বিল্লাল ,এসআই রোমান, এস আই তুহিন, এস আই মোরশেদ প্রমুখ

 

ল্লেখ্য, কাপ্তাই সার্কেলের তিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ অফিসে বদলী করা হয়

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions