প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:০৪:১২
| আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৫:৪৬:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা শহরে পানি সরবরাহ ব্যবস্থা করে থাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। কাপ্তাই হ্রদের পানি পরিশোধন করে রাঙামাটি শহরের বাসিন্দাদের পানি সরবরাহ দেয় প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠানটির বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ব্যর্থ হয়ে গত রোববার (১৫ অক্টোবর) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে করে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকায় বিপাকে রাঙ্গামাটি শহরের গ্রাহকেরা।
যদিও বিপিডিবি গত রোববার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কথা জানালেও ডিপিএইচই দাবি করছে, আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর থেকে রাঙ্গামাটি পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ আছে।
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি রাঙামাটিতে তিনটি গ্রাহক ক্যাটাগরিতে পৌর এলাকায় পানি সরবরাহ করে। প্রাইভেট ক্যাটাগরিতে বিভিন্ন দোকান ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি ক্যাটাগরিতে বিভিন্ন সরকারি অফিস ও অফিসের স্টাফ কোয়ার্টার এবং আরেকটি ক্যাটাগরি হলো আবাসিক খাত। জেলা শহরে জনস্বাস্থ্যের ৪ হাজার ৩৫৮টি বৈধ সংযোগ রয়েছে।
ডিপিএইচইর হিসাবে প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে ৪ কোটি টাকার অধিক পানির বিল বকেয়া পায়। অন্যদিকে ডিপিএইচইয়ের কাছে সাড়ে ৪ কোটি টাকা বকেয়া পায় বিপিডিবি। হিসাব অনুযায়ী পাওনার চেয়ে দেনা বেশি আছে জনস্বাস্থ্য প্রকৌশলের।
এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন, 'পিডিবির সঙ্গে আমাদের পুরনো ব্যাপারের কারণে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আজ মঙ্গলবার ভোর থেকে রাঙ্গামাটি শহরে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে। আমরা জেলা পরিষদ চেয়ারম্যান স্যারের সঙ্গে বৈঠক করেছি। যে কোনো পরিস্থিতিতেই আমরা পানি সরবরাহ চালু করব।'
নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া আরো বলেন, 'নতুন করে আমাদের তেমন বিদ্যুৎ বিল বকেয়া নেই, প্রায় সমান। পুরনো ৩-৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সেগুলোই বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে তো এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না, আমরাও তো মানুষের কাছে থেকে অনেক বকেয়া বিলের টাকা পাওনা আছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে, শহরে পানি সরবরাহ তো বন্ধ রাখা যাবে না।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) দায়িত্বপ্রাপ্ত সদস্য বিপুল ত্রিপুরা বলেন, পানি না থাকলে মানুষের দুর্ভোগ হবে বিষয়টি তো সত্য। জনস্বাস্থ্য প্রকৌশলের বিদ্যুৎ বিল বকেয়ার পরিমাণ ৪ কোটি টাকার মতন। সরকারের রাজস্ব আদায়ের কারণে পিডিবি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। আমরা বিষয়টি অতিদ্রুত সমাধানের চেষ্টা করছি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাঙামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান জানান, বকেয়া বিদ্যুৎ বিল দিতে ব্যর্থ হওয়ায় রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিদ্যুৎ সংযোগ গত রোববার থেকে বিচ্ছিন্ন রয়েছে। তাদের কাছে আমাদের সাড়ে ৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বাবদ পাওনা রয়েছে। বারবার তাগাদা দিয়েও বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।